DO MAG

Top Menu

Main Menu

DO MAG

DO MAG

Articles
Home›Articles›রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়

রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়

By Do Magazine
December 2, 2019
0

পৃথিবীর সবচেয়ে দামী কয়েকটি চাকরির মধ্যে রেডিওলজি অন্যতম। কারণ, স্বাস্থ্য খাতে প্রতিনিয়তই নতুন নতুন ক্লিনিক, চিকিৎসা পদ্ধতি, হাসপাতাল এবং অন্যান্য মেডিক্যাল ইক্যুইপমেন্ট তৈরি হচ্ছে। স্বাস্থ্য খাতের অতিরিক্ত চাহিদার কারণে রেডিওলজিস্ট হিসেবে বহুসংখ্যক পদ শূণ্য থেকে যাচ্ছে।

Source: wikipedia.org

আপনি হয়তো স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত নতুন কোনো চাকরি খুঁজছেন কিংবা পুরোনো চাকরি ছেড়ে নতুন কোনো চাকরির দিকে এগুতে চাচ্ছেন, সেক্ষেত্রে রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়াটা বর্তমান সময়ের জন্য উপযুক্ত। চলুন জেনে আসি, কীভাবে একজন রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়া সম্ভব।

Source: radiologybusiness.com

একজন রেডিওলজিস্ট কী কী কাজ করে থাকেন?

স্বাস্থ্য খাতে ক্লিনিক বা হাসপাতালভেদে, একজন রেডিওলজিস্টকে যেসব কাজ করতে হয়, সেগুলো হচ্ছে,

  • বিভিন্ন ধরণের টেস্টিং করা ও সেই টেস্টের রিপোর্ট তৈরি করা।
  • মেডিক্যাল টেস্টের ফলাফল ইন্টারপ্রেট করা।
  • রোগীদের ডায়াগোনাইজ করা।
  • রোগের অবস্থা ও লক্ষণ দেখে, রোগীকে সঠিক ডাক্তারের ঠিকানা রেকোমেন্ড করা।
  • রোগীদের মেডিক্যাল হিস্টোরি নিয়ে গবেষণা করা।
  • মেডিক্যালে, রোগ নির্নয়ের জন্য ব্যবহৃত যন্ত্রপাতির সঠিক ব্যবহার করা।
  • মেডিক্যালের অন্যান্য ডাক্তার ও কর্মকর্তাদের সাথে রোগী, প্রযুক্তি, অফিস প্রটোকল এবং রেগুলেশন নিয়ে মিটিং করা।
  • এমআরআই, এক্সরে ও আলট্রাসনোগ্রাফি নিয়ে অন্যান্য ডাক্তারদের সাথে পরামর্শ করা।
  • বিভিন্ন টেকনিক্যাল সমস্যায় নির্দিষ্ট কর্মকর্তাকে জানানো।
  • রোগীর নিরাপত্তায় এনফোর্সিং ইন্ডাস্ট্রি, সরকারি ও অফিস স্ট্যান্ডারাইজড প্রসিডিউর মেইনটেন করা।
  • বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ট্রেইনিং, অনুষ্ঠান ও কোলাবোরেশনে অংশগ্রহণ করা।

Source: after10thwhat.com

একজন রেডিওলজিস্টের ক্যারিয়ার কেমন হতে পারে?

একজন রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করাটা অনেকের জন্যই স্বপ্নের মতো। তবে সরাসরি রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে না পারলেও সিটি টেক, ক্যাট স্ক্যান টেকনোলজিস্ট অথবা এমআরআই টেকনিশিয়ান হিসেবে যেকোনো মেডিক্যাল বা ক্লিনিকে আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন।

Source: teenkidsnews.com

তারপর আল্ট্রাসাউন্ড টেকনিশিয়ান, ডায়াগনিস্টিক মেডিক্যাল সনোগ্রাফার, রেডিওলজি টেকনিশিয়ান, রেডিওলজি টেকনোলজিস্ট অথবা রেডিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার গড়তে পারেন। উপরোক্ত পদ থেকে যেকোনো একটিতে ক্যারিয়ার গড়তে পারলেই সিনিয়র লেভেলে রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়া সহজ হয়ে যাবে।

Source: scrubbing.in

একজন রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়তে চাইলে, আপনাকে যেসকল বিষয়ে পারদর্শী হতে হবে তা হচ্ছে,

  • অ্যানাটমি, ফিজিওলজি ও প্যাথোলজি সম্পর্কে জানতে হবে।
  • জেনারেল মেডিসিন ও সার্জারী সম্পর্কে যথেষ্ট দক্ষ হতে হবে।
  • বিভিন্ন রোগ ও এর লক্ষণের উপর ক্লিনিক্যাল নলেজ থাকতে হবে।
  • পেশেন্ট পেইন লেভেল, ফিজিশিয়ান ইন্টারভেনশন ও পেশেন্ট ইভালুয়েটিং সম্পর্কে যথেষ্ট দক্ষ হতে হবে।
  • ডায়াগনস্টিক প্রসেসিং, এক্সরে প্রসেসিং ও এমআরআই স্ক্যানিং করায় দক্ষ হতে হবে।
  • বিভিন্ন ধরণের মেডিক্যাল কন্ডিশন ও রোগের ইমেজ ডায়াগোনাইজ, ট্রিট ও ম্যানেজ করায় পারদর্শী হতে হবে।
  • মেডিক্যাল ও নন মেডিক্যাল ইক্যুইপমেন্ট সম্পর্কে জানতে হবে।
  • রেডিওলজি টেকনিক ও স্ট্র্যাটেজি সম্পর্কে যথেষ্ট দক্ষতা থাকতে হবে।
  • ডায়াগনিস্টিক রেডিওলজি ও ইন্টারভেনশনাল রেডিওলজির উপর পারদর্শী হতে হবে।
  • কম্পিউটার টমোগ্রাফি স্ক্যান বা সিটি স্ক্যান, ফ্লুরোস্কপি, ম্যাগনেটিক রেজোনেন্স ইম্যাজিং বা এমআরআই, আল্ট্রাসাউন্ড এবং এক্সরের উপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

Source: gomerblog.com

উপরের দক্ষতাগুলো ছাড়াও, একজন রেডিওলজিস্টের কিছু সাধারণ দক্ষতা থাকা উচিৎ। সেগুলো হচ্ছে,

  • বিভিন্ন ইমেজ, ডিটেইল ও রিপোর্ট সুক্ষভাবে দেখার অভ্যাস থাকতে হবে।
  • অসাধারন যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
  • ক্রিটিক্যাল থিংকিং করার দক্ষতা থাকতে হবে।
  • রোগীকে যথেষ্ট সম্মান ও যত্ন করতে হবে।
  • মেডিক্যাল ও নন-মেডিক্যাল টেকনোলজি সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
  • চাপের মধ্যে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

Source: insidermonkey.com

একজন রেডিওলজিস্টের কী ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে?

এন্ট্রি লেভেলের একজন রেডিওলজিস্ট অথবা রেডিওগ্রাফার হিসেবে যেকোনো কোম্পানিতে যোগদান করার পূর্বে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি অথবা ইলেকট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর কমপক্ষে দুই থেকে চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। ইঞ্জিনিয়ারিং ছাড়াও মেডিক্যাল, কেমিস্ট্রি, মেডিক্যাল ইথিকস, হিউম্যান অ্যানাটমি, ফার্মাকোলজি অথবা ফিজিওলজিএ উপর কমপক্ষে দুই থেকে চার বছরের কোর্স করলেও চলবে।

Source: hospitalandro.com.br

একজন রেডিওলজিস্টের কী ধরণের কাজের অভিজ্ঞতা থাকতে হবে?

এন্ট্রি লেভেলের একজন রেডিওলজিস্ট হিসেবে যোগদান করার পূর্বে, আপনাকে রেডিওলজি টেকনিশিয়ান, চিফ রেডিওগ্রাফি টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার অথবা রেডিওলজিস্ট অ্যাসিস্টেন্টের উপর কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা অর্জন করতে হবে। উপরোক্ত খাতগুলো ছাড়াও মেডিক্যাল অ্যানাটমি, আলট্রাসনোগ্রাফি, মেডিক্যাল ইথিকস অথবা অ্যানালিটিক্যাল গণিতের উপর কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Source: gomerblog.com

একজন রেডিওলজিস্টের বেতন কেমন হতে পারে?

এন্ট্রি লেভেলের একজন রেডিওলজিস্টের বাৎসরিক বেতন ৪০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া এন্ট্রি লেভেলের একজন রেডিওগ্রাফারের বাৎসরিক বেতন সর্বনিম্ন ২০ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৮০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Source: hopkinsmedicine.org

রেডিওলজিস্টের অন্যান্য পদে বেতনের তারতম্য দেখা যায়। যেমন: একজন চিফ রেডিও টেকনোলজিস্টের বাৎসরিক বেতন ৩০ লক্ষ টাকা থেকে শুরু করে ৭০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। আবার একজন এমআরআই টেকনিশিয়ানের বাৎসরিক বেতন ২০ লক্ষ টাকা থেকে শুরু করে ৭০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Source: moffitt.org

একজন রেডিওলজিস্ট হিসেবে ক্যারিয়ার গড়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যদি আপনি রেডিওগ্রাফি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ইথিকস, অ্যানাটমি অথবা গণিতের উপর বেশ কিছু সার্টিফিকেট অর্জন করতে পারেন। বর্তমানে, রেডিওগ্রাফি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, হিউম্যান অ্যানাটমি অথবা মেডিক্যাল ইক্যুইপমেন্টের উপর যেসব সার্টিফিকেশন কোর্সের গুরুত্ব অনেক বেশি, সেগুলো হচ্ছে,

  • প্রফেশনাল রেডিওলজি সার্টিফিকেট – রেডিওলজিক্যাল সোসাইটি অফ নর্থ আমেরিকা
  • প্রি-মেডিক্যাল সার্টিফাইড প্রোগ্রাম
  • সার্টিফাইড মেডিক্যাল এন্ড ডায়াগনস্টিক ইক্যুইপমেন্ট
  • সার্টিফাইড পেইডিয়াট্রিক এন্ড ভাস্কুলার রেডিওলজি
  • সার্টিফাইড অ্যানাটমি এন্ড ফিজিওলজি – স্টাডি অফ মেক্সিকো
  • রেডিওগ্রাফিক টেকনোলজি এন্ড প্যাথোলজি
  • সার্টিফাইড রেডিওলজি অ্যাসিস্টেন্ট
  • সার্টিফাইড ইন রেডিওগ্রাফি ডায়াগনস্টিক
  • ডিপ্লোমা ইন রেডিও-ডায়াগনস্টিক টেকনোলজি
  • ডিপ্লোমা ইন মেডিক্যাল রেডিওথেরাপি টেকনোলজি
  • পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এক্সরে রেডিওথেরাপি এন্ড আল্ট্রাসনোগ্রাফি
  • ট্রিগোনমেট্রি এন্ড অ্যানালিটিক্যাল জিওমেট্রি
  • এনভায়রনমেন্টাল টেকনোলজি এন্ড টেকনোলজি

 

Previous Article

ক্যারিয়ার কোচ হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্য ...

Next Article

একজন একাউন্ট্যান্টের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকদাতা ১০ টি ...

Related articles More from author

  • Articles

    বাংলাদেশের সবচেয়ে বড় এনজিও ব্র্যাকের জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

    December 1, 2018
    By Do Magazine
  • Articles

    যে ৭টি কারণে উচ্চশিক্ষার জন্য ডেনমার্ককে বেছে নিতে পারেন

    December 29, 2018
    By Do Magazine
  • Articles

    অবসরে যাওয়ার আগে তরুণ উদ্যোক্তাদের জন্য জ্যাক মার দেওয়া তিনটি অনন্য শিক্ষা

    October 22, 2018
    By Do Magazine
  • Articles

    একজন সফল নিয়োগ পরামর্শদাতার ৮টি গুণাবলি

    November 7, 2019
    By Do Mag
  • Articles

    কৌশলগত চিন্তাবিদদের কিছু অনন্য বৈশিষ্ট্য

    February 25, 2019
    By Do Mag
  • Articles

    যে ৫টি কারণে শিক্ষানবিশ হিসেবে চাকরি করা উচিৎ

    February 26, 2019
    By Do Mag

Leave a reply Cancel reply

  • Articles

    যুক্তরাজ্য ও ইউরোপে ভূবিদ্যায় শীর্ষ ১০টি স্নাতকোত্তর ডিগ্রি

  • Articles

    বোর্ড মিটিংয়ে সুন্দর প্রেজেন্টেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • Articles

    আইইএলটিএস (IELTS) স্কোর কতো হলে ভালো স্কোর বলবেন?